আপনার জিজ্ঞাসা
ইশরাক, চাশত ও জাওয়ালের নামাজ কখন পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৪তম পর্বে ইশরাক, চাশত ও জাওয়ালের নামাজ কখন পড়তে হয়, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন শিউলি। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ইশরাক, চাশত ও জাওয়ালের নামাজের সময় সূচি কখন?
উত্তর : ইশরাক ও চাশত একই সালাত। এটা সূর্য উদিত হওয়ার পর আপনি ১০ থেকে ১২ মিনিট অপেক্ষা করবেন, তারপর থেকে শুরু করে সূর্য একেবারে উত্তপ্ত হওয়া পর্যন্ত। কেউ কেউ বলেছে, সূর্য মধ্য আকাশে আসার আগ পর্যন্ত আপনি এই সালাত আদায় করতে পারবেন। এটাকে ইশরাক এবং অনেকে চাশত বলে থাকেন। চাশত শব্দটি হাদিসের মধ্যে আসেনি। এটা ফারসি শব্দ। শুধু বোঝার জন্য এই শব্দ অনেকে ব্যবহার করেছে। সূর্য উদিত হওয়ার পর পরই আদায় করলে সেটাকে ইশরাক বলা হয়। এর আরেকটু পর আদায় করলে এটা চাশত বলা হয়। দুটো একই সালাত। এটা আলাদা কোনো সালাত নয়। এটা নফল সালাত। রাসুল (সা.) এই সালাতের জন্য গুরুত্ব দিয়েছেন।
সূর্য যখন মধ্য আকাশে আসবে, একটু পশ্চিম আকাশে হেলে যাবে এবং হেলে যাওয়ার পর পরই যে সালাত আদায় করা হয়ে থাকে বা জোহরের আগের চার রাকাত, এটাই হলো জাওয়ালের সালাত। এটাই বিশুদ্ধ বক্তব্য। এটা কোনো আলাদা নফল সালাত নয়। সুতরাং, কেউ যদি এই চার রাকাত আদায় করেন তারপর জোহরের সালাত আদায় করেন, তাহলেই যথেষ্ট হবে। আর যদি তিনি এই সময় আদায় করতে না পারেন, জোহরের আগে সে চার রাকাত তিনি আদায় করেন, তাহলেই হবে। তবে অবশ্যই এই মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। খেয়াল রাখতে হবে এগুলো ফরজ সালাত নয়।