আপনার জিজ্ঞাসা
ঋণ থাকলে কি কোরবানি দেওয়া উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৮৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে মিজানুর রহমান জানতে চেয়েছেন, ঋণ থাকলে কোরবানি দেওয়া উচিত কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঋণ থাকলে কি তার ওপর কোরবানি দেওয়া ফরজ? আমি একটা সম্পদ কিনে কিছুটা ঋণগ্রস্ত আছি। এখন আমার কোরবানি দেওয়া কি বাধ্যতামূলক
উত্তর : প্রথম কথা হলো কোরবানি ফরজ নয়। এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। এক দল আলেম বলেছেন কোরবানি সুন্নতে মুয়াক্কাদা। আরেক দল বলেছেন ওয়াজিব। বিশুদ্ধ বক্তব্য হলো—কোরবানি মুয়াক্কাদা। এখন আপনি যে অবস্থানে আছেন, এ অবস্থায় আপনার জন্য কোরবানি বাধ্যতামূলক নয়। যদি এমন হয়—কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকেন এবং সেই ঋণ তিনি পরে পরিশোধ করতে পারবেন, তাঁর সামর্থ্য আছে পরিশোধ করার, তাহলে তিনি যদি কোরবানি ঋণ করেও দেন তাহলেও কোরবানি হবে।