আপনার জিজ্ঞাসা
সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াতের ফজিলত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬০৫তম পর্বে সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াতের ফজিলত কী, সে বিষয়ে নাটোর থেকে ই-মেইলে জানতে চেয়েছেন সোহেল তানভীর। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করা কি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে? শোনা যায়, সকাল-সন্ধ্যা তিলাওয়াত করলে ৭০ হাজার ফেরেসতা দোয়া করে এটা কি সঠিক?
উত্তর : এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সবই সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। সুতরাং, এটি সুন্নাহ এবং এর ফজিলতের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে কোনোটিও সঠিক নয়। বাকি সুরাতুল হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম। এর কারণ হলো, এর মধ্যে আল্লাহর আসমাউল হুসনায়ের অনেক গুরুত্বপূর্ণ আসমা উল্লেখ রয়েছে। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ এই তিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তাই কেউ যদি এগুলো নিয়মিত তিলাওয়াত করেন, তাহলে করতে পারেন। এর যে ফজিলত আছে সেটি তিনি পাবেন। কিন্তু আপনি যে ফজিলতের কথা বলেছেন, সেটি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়নি।