আপনার জিজ্ঞাসা
ফরজ ও সুন্নত গোসলের পদ্ধতি একই?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. ইমাম হোসাইন।
আপনার জিজ্ঞাসার ২১৩৭তম পর্বে ফরজ গোসল ও প্রতিদিনের সুন্নত গোসলের পদ্ধতি একই কি না, সে সম্পর্কে শনিরআখড়া, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ফরজ গোসল ও প্রতিদিনের সুন্নত গোসলের পদ্ধতি একই?
উত্তর : ফরজ গোসল ও প্রতিদিনের সুন্নত গোসল বা নফল গোসল মূলত একই। এটির সুন্নাহ পদ্ধতিও একই। অর্থাৎ ফরজ গোসলে যেভাবে অজু করতে হবে, তারপর গোসলের ফরজগুলো আদায় করতে হবে ঠিক একইভাবে নফল গোসলেও সেটাই করতে হবে।
তবে পার্থক্য শুধু এতটুকুই যে, গোসলের যে তিনটি ফরজ রয়েছে তার একটিও যদি ফরজ গোসলে বাদ পড়ে যায় তাহলে আপনার ফরজ গোসল হবে না। কিন্তু প্রতিদিনের মুস্তাহাব বা নফল গোসলের মধ্যে যদি একটি ফরজ বাদ পড়ে যায় তাহলে আপনার গোসলের কোনো সমস্যা হবে না।