আপনার জিজ্ঞাসা
তেলাপোকা মারলে কি পাপ হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৬৩তম পর্বে তেলাপোকা মারা প্রসঙ্গে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বাসায় যে তেলাপোকা হয় তা তো আমরা মেরে ফেলি। তাতে কি আমাদের পাপ হয়?
উত্তর : না, তেলাপোকা মারলে পাপ হবে না। তেলাপোকা হচ্ছে হাশারাত আল মুজিয়া, অর্থাৎ এগুলো এমন পোকামাকড়, যেগুলো মানুষকে কষ্ট দেয়, ক্ষতি করে। সুতরাং এ ধরনের কষ্টদায়ক পোকামাকড়, যেগুলো মানুষের ক্ষতি করে, সেগুলো মারা জায়েজ। কারণ, কষ্ট থেকে আপনাকে নিজেকে মুক্ত রাখতে হবে।
এ ধরনের আরো পোকামাকড় হলো মশা, ইঁদুর ইত্যাদি। সুতরাং মানুষের কষ্ট দেওয়ার কারণে এ পোকামাকড়গুলো হত্যা করা জায়েজ।