হজ নিবন্ধনে সময় ফের বাড়ল
হজ নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। এবার নতুন করে বাড়ানো হয়েছে ১৮ দিন। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রাথমিক নিবন্ধনের পর অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে তিনি হজে যেতে পারবেন না। এমনকি, জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে না।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সরকারিভাবে দুই হাজার ৯৫২ জন এবং বেসরকারিভাবে ২২ হাজার ৯৬১ জন হজের জন্য নিবন্ধন করেছেন।
এর আগে গত ১০ ডিসেম্বর হজ নিবন্ধনের সময় বাড়িয়েছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ওই সময় নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। সে সময় নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানো হবে না বলে জানানো হয়। তবে, আশানরূপ নিবন্ধন না হওয়ায় ফের সময় বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।