বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান
পবিত্র হজে মৃতের সংখ্যা ছাড়াল এক হাজার
এই বছরের পবিত্র হজে গিয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুন) ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি তাদের পরিসংখ্যানের বরাতে বলছে, মৃতদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত এবং তারা সৌদি আরবে প্রচণ্ড গরমে হজযাত্রা করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার নুতন করে যারা মারা গেছেন তাদের মধ্যে মিসরের ৫৮ জন হাজি আছেন। একজন আরব কূটনীতিকের দেওয়া তথ্যের বরাতে এএফপি বলছে, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।
দাপ্তরিকভাবে বিবৃতির মাধ্যমে বা নিজ নিজ দেশের হাজিদের খোঁজখবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতের এ পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে উল্লেখ করে ফরাসি বার্তা সংস্থাটি বলছে, এখন পর্যন্ত ১০ দেশের এক হাজার ৮১ জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।