আপনার জিজ্ঞাসা
বদলি হজের শর্ত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৩১৪তম পর্বে বদলি হজ শর্ত নিয়ে চট্টগ্রাম থেকে মেইলে জানতে চেয়েছেন মারুফ। অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বদলি হজের শর্ত কী?
উত্তর : হ্যাঁ, বদলি হজের জন্য শর্ত হচ্ছে, আগে নিজের হজ আদায় করা। রাসুল (সা.)-এর সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। এক ব্যক্তি আওয়াজ করে তাঁর আত্মীয় বা ভাইয়ের পক্ষ থেকে বদলি হজ করছিলেন। তাঁর এই আওয়াজ রাসুল (সা.)-এর কানে গেল। রাসুল (সা.) যখন শুনলেন, তিনি বদলি হজ করছেন সুবরিমার পক্ষ থেকে, তখন রাসুল (সা.) তাকে প্রশ্ন করলেন, ‘তুমি কি নিজের পক্ষ থেকে হজ করেছ কি না? প্রথমে নিজের পক্ষ থেকে হজ করো, তারপর সুবরিমার পক্ষ থেকে হজ করবে।’
এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যদি কেউ আগে নিজের হজ আদায় না করে থাকেন, তাহলে তার জন্য বদলি হজ করা জায়েজ নেই।