আপনার জিজ্ঞাসা
হজ পালন অবস্থায় কেউ মারা গেলে ইসলামের বক্তব্য কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০২তম পর্বে মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, হজরত অবস্থায় কেউ মারা গেলে ইসলামের বক্তব্য কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
হজরত অবস্থায় কেউ মারা গেলে ইসলামের বক্তব্য কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এখানে হজরত অবস্থায় বলতে কী বুঝিয়েছেন? উনি কী ইহরাম অবস্থায় ছিলেন? এর দুটি সুরত হতে পারে। একটি হলো তিনি সফরে আছেন তবে ইহরামের অবস্থায় নেই। মানে তার হজ বা উমরাহ করা শেষ। এখনও বাড়ি এসে পৌঁছাননি। আরেকটি হলো, তিনি ইহরাম অবস্থায় আছেন। দুটি ভিন্ন বিষয়। প্রথমটিতে যদি তিনি থাকেন তাহলে তার জন্য আল্লাহ তাকে জিহাদ করার মর্যাদা দেবেন। আর দ্বিতীয় অবস্থায় যারা আছেন তাদের জিম্মাহও আল্লাহ নিচ্ছেন। এর অর্থ হলো, যদি এই ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাকে হেফাজত করবেন। যখন ইহরাম অবস্থায় তার মৃত্যু হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে যে অবস্থায় মৃত্যু হবে সেই অবস্থায় দাফন করা হবে। তার মাথা ঢাকা হবে না। আর কেয়ামতের দিন সেই ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতেই উঠবেন। সুতরাং দুটি বিষয়ই অত্যান্ত ফজিলতের বিষয়।