আপনার জিজ্ঞাসা
তাবিজ ব্যবহার অবস্থায় মারা গেলে কী পরিণতি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২২৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, তাবিজ ব্যবহার অবস্থায় মারা গেলে কী পরিণতি হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : তাবিজ ব্যবহার করা অবস্থায় মারা গেলে কী পরিণতি হবে? উল্লেখ, তিনি যদি না জেনে ব্যবহার করে থাকেন তাহলে কী হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। প্রথমত তাবিজ ব্যবহার করা অবস্থায় মৃত্যু বরণ করলে তার কাজটি কবিরাহ গুনাহ হবে। ফলে কিয়ামতের দিন তিনি আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবেন। মানে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন আবার নাও করতে পারেন। সেটা আল্লাহর ওপর নির্ভর করবে। যিনি শিরক না জেনে ব্যবহার করেছেন, তার জন্য দোয়া করা জায়েজ। তবে, যিনি শিরক জেনেও তাবিজ অবস্থায় মারা গেছেন তার জন্য দোয়া করাও জায়েজ নেই। এখানে না জেনে ব্যবহারকারী যদি মৃত্যুর আগে তওবা করে থাকেন তাহলে তিনি ক্ষমা পেতে পেরেন। তওবার পর আল্লাহ যদি ওই বান্দার বাকি আমলগুলো পছন্দ করে থাকেন তাহলে আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন। এটা পুরোপুরি আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করছে।