আপনার জিজ্ঞাসা
তাহাজ্জুদের শেষ বৈঠকে একাদিক দোয়া পড়লে নামাজ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, তাহাজ্জুদের শেষ বৈঠকে একাদিক দোয়া পড়লে নামাজের ক্ষতি হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
তাহাজ্জুদের শেষ বৈঠকে একাদিক দোয়া পড়লে নামাজের ক্ষতি হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি তাহাজ্জুদ সালাতের শেষ বৈঠকে বিভিন্ন দোয়া-দুরুদ পড়েন। এর কারণে সালাত নষ্ট হয় কি না সে ব্যাপারে জানতে চেয়েছেন। আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তাহাজুদ্দের নামাজের সময় অধিক পরিমানে দোয়া পড়ার কথা বলেছেন। তাই দোয়া করতে অসুবিধা নেই। এ ছাড়া সালাতের সিজদা দোয়া কবুলের জায়গা। বান্দা যখন সিজদায় দোয়া করেন তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায়। দোয়া কবুলের কাছে চলে যায়। রাসুল (সা.) যেসব দোয়াগুলো করেছেন সেগুলো করতে পারলে বেশি ভালো। হাদিস অনুসারে রাসুল (সা.) সিজদায় আটটি দোয়া করতেন। চেষ্টা করবেন দোয়াগুলো শিখে পড়ার চেষ্টা করবেন। এ ছাড়া রাসুল (সা.) বলেছেন, শেষ বৈঠকে আপনি আপনার মনের কথা ও দোয়া আল্লাহর কাছে করতে পারেন।