আপনার জিজ্ঞাসা
এনজিও থেকে লাভ নেওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১২তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, এনজিও থেকে লাভ নেওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : এনজিও থেকে লাভ নেওয়া কি ঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ব্যাংক, এনজিও কিংবা এসব লাভঘটিত সবকিছুই হারাম। এটি সম্পূর্ণ হারাম। সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। লোনের অতিরিক্ত গ্রহণ করা বা দেওয়া পুরোটাই না জায়েজ। রাসুল (সা.) বলেছেন, সুদ খাওয়া এবং দেওয়া একই কথা। দুটিই হারাম। যে ব্যক্তি সুদের সঙ্গে যুক্ত থাকবেন তার ওপর আল্লাহর লানত পড়বে। এমনকি সুদের সাক্ষি হওয়া কিংবা যে লিখবে সেও গুনাহগার হবে। এটি মোটেও বৈধ বা হালাল নয়।