আপনার জিজ্ঞাসা
বোন ও তার জামাইয়ের সঙ্গে হজে যাওয়া জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৭৫তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, ছোটবোন ও তার জামাইয়ের সঙ্গে হজে যাওয়া জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
ছোটবোন ও তার জামাইয়ের সঙ্গে হজে যাওয়া জায়েজ?
উত্তর : ধন্যবাদ বড়বোন ছোটবোন ও তার জামাইয়ের সঙ্গে হজে যেতে পারবে কিনা জানতে চেয়েছেন। এর উত্তর হলো, না পারবেন না। আপনি আপনার সন্তান অথবা তার স্বামীর সঙ্গে যাবেন। অবশ্যই মাহারাম যেতে হবে। হজ যেহেতু ইবাদতের বিষয় তাই আল্লাহর তরিকা অনুসারে যেতে হবে। আপনি যদি ইবাদতের ক্ষেত্রে ভুল করেন তাহলে হজ ভুলও তো হতে পারে বা আল্লাহ কবুল করবেন কি না সেটা একটি বিষয়। তাই স্পষ্ট হলো, কোনো নারী হজে গেলে মাহারামের সঙ্গে যাবে। মাহারাম থাকলে নারী সফরে যাবে নয়তো যাবে না। এটি ইবাদতের সফর বুঝতে হবে। ইবাদতের সফরে ইবাদতকেই গুরুত্ব দিতে হবে।