আপনার জিজ্ঞাসা
বাসায় জামাত করার ব্যাপারে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৫০তম পর্বে একজন জানতে চেয়েছেন, বিনা ওজড়ে বাসায় জামাত করার ব্যাপারে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : বাসায় জামাত করার ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিনা ওজড়ে বাসায় পরিবার নিয়ে জামাত করার বিষয়টি জায়েজ নেই। যদি আপনার ওজড় থাকে তখন আপনি বাসায় জামাত করতে পারবেন। আপনি অসুস্থ কিংবা যে কোনো ওজড়ের জন্য পারবেন। কিন্তু কোনো রকমের ওজড় নেই, অলসতা করে যাবেন না তাহলে আপনার সালাত হবে কি না সেটা নিয়েই প্রশ্ন আছে। আজান শুনেও আপনি মসজিদে গেলেন না তাহলে আপনার সালাত হবে কি না এই নিয়ে আলেমদের মধ্যেও দ্বিমত আছে। হাদিসে রাসুল (সা.) বলেছেন যে, সে আজান শুনলো কিন্তু জামাতে উপস্থিত হলো না তাহলে তার সালাতই হলো না। এই বক্তব্য থেকে বুঝা যায়, সালাত না হওয়ার পক্ষে যুক্তি বেশি। আর ওজড় থাকলে আলাদা কথা।