পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে বাংলাদেশে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন এ তথ্য জানিয়েছেন।
সে হিসেবে আজ রাতে ১৪৪৬ হিজরির রমজান মাসের প্রথম রোজার তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সাহরি করবেন তারা। আর সুবেহ সাদেক থেকে শুরু করবেন প্রথম দিনের মতো সিয়াম সাধনা।
এদিকে আগামীকালের রমজান মাসকে স্বাগত জানাতে বর্ণাঢ্য র্যালি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। আজ শনিবার সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মুসল্লিরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ কর-করতে হবে।
এদিকে সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
ইসলামিক ফাউন্ডেশনের সাহরি ইফতারের সময়সূচি অনুযায়ী, ঢাকায় প্রথম রোজার সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট। ইফতারের সময় ৬টা ২ মিনিট।