পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ

পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বড় মসজিদ। এটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত। ১০০ বছর পূর্বে ১৯২৫ সালে হাজী মনির উদ্দিন, কলিমদ্দীন সরকার ও ফুলবর হাজীর প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা রুহুল আমিন। পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতাগণ ছিলেন প্রখ্যাত সমাজসেবক।
জয়পুরহাট জেলার পাঁচবিবি অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিগণের ইসলাম প্রচারে ব্যাপক অবদান ছিল। তারা শুধুমাত্র একটি মসজিদ প্রতিষ্ঠা করেননি, বরং স্থানীয় মুসলিম সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক কাজও করেছেন। তাদের প্রচেষ্ঠায় ধর্মীয় শিক্ষা, প্রতিষ্ঠানিক শিক্ষা প্রসার লাভ করে। তাদের প্রচেষ্টার ফলে পাঁচবিবি এলাকায় ইসলামিক কার্যক্রম এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পেয়েছিল।
বর্তমান কমিটির উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বর্তমানে মসজিদটি এক একর জমির উপর নির্মিত তিন তলা বিশিষ্ট এখানে একসঙ্গে ৫-৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের কমিটি কর্তৃক পরিচালিত একটি এতিম খানা রয়েছে মসজিদের সঙ্গে লাগানো রয়েছে নিজেস্ব মার্কেট যা মসজিদটির আয়ের একটি বড় উৎস এবং রয়েছে দান ও খরিদ বাবদ ৫৫ বিঘা সম্পত্তি।
বর্তমান মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হাকিম মন্ডল বলেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ আমাদের উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদে সভাপতি দায়িত্ব নেওয়ার পর অনেক উন্নয়নমূলক কাজ করেছি, অসম্পন্ন কাজ বাকি ছিল তা সম্পূর্ণ করেছি এবং অনেক কাজ বাকি আছে সকলের প্রচেষ্ঠায় ও আন্তরিকতায় বাকি কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এই মসজিদটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজও মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।