রম্য
হারবাল ওষুধ খেয়ে মোটা হইনি : আমির খান
বেশ কয়েক বছর ক্রিসমাসে আমিরের ছবি মুক্তি পেয়ে তা বাজিমাত করেছে। এ বছর সেই একই ধারা বজায় রাখল ‘দঙ্গল’। আর তাতেই প্রথমবারের মতো আমির খান পেয়ে গেলেন হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ। আসুন, কথা না বাড়িয়ে গরম গরম সাক্ষাৎকারটি পড়ে নিই।
হাস্যরস : চিকন স্বাস্থ্য মোটা করার সহজ উপায় কী?
আমির : আজব! এটা আমার কাছে জানতে চাইছেন কেন?
হাস্যরস : না, মানে সিনেমার জন্য আপনি চিকন স্বাস্থ্য মোটা করছিলেন। ভাবলাম, হারবাল ওষুধের নাম বলে দিলে খেয়ে মোটা হতাম।
আমির : আমি হারবাল ওষুধ খেয়ে মোটা হইনি।
হাস্যরস : যাই হোক, কাজের কথায় আসি। প্রথম সপ্তাহে আপনার সিনেমা ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। এটা কি সত্য? নাকি কারচুপি করে তিলকে তাল করছেন?
আমির : বিশ্বাস করেন, সত্যি আমার সিনেমা স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের ব্যবসা করে প্রথম সপ্তাহে আয় করেছে ১০০ কোটি টাকা।
হাস্যরস : তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম। কিন্তু রিলিজের ৪৮ ঘণ্টা যেতেই অনলাইনে ছবি পাইরেসি করলেন কেন?
আমির : বিশ্বাস করেন, আমি পাইরেসি করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। অন্য কেউ পাইরেসি করে আমাকে ফাঁসাতে চাইছে।
হাস্যরস : আচ্ছা, যেখানে কুস্তিগির মহাবীর ফোগাটের মেয়ে গীতার জীবনই হুবহু উঠে এসেছে সিনেমায়, সেখানে ম্যাচের ফল আলাদা হয় কী করে?
আমির : সবাই সব দিন ভালো খেলে না। এই যেমন নিউজিল্যান্ড অঘটন ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে জিতে গেল। ঠিক তেমনি গীতা সিনেমায় একটু খারাপ খেলেছে, তাই ফল পরিবর্তন হয়েছে।
হাস্যরস : প্রথমবারের মতো হাস্যরস কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন। কেমন লাগছে?
আমির : এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বলতে পারি, এটা আমার ক্যারিয়ারে একটা মাইলফলক হিসেবে থাকবে।
হাস্যরস : একটু বেশি বলে দিলেন যে?
আমির : কাল্পনিক সাক্ষাৎকার। পাবলিক এমনিতেই বিশ্বাস করবে না। সুতরাং চিন্তার কোনো কারণ নাই।