Beta

রম্য

জ্যোতির অস্কার পাওয়ার সম্ভাবনা শতভাগ!

০৭ মে ২০১৬, ১৫:১৯ | আপডেট: ০৭ মে ২০১৬, ১৫:৩০

প্রশ্ন : আপনার নাম জ্যোতি না হয়ে ‘ক্ষতি’ হলে কেমন হতো?
জ্যোতি : 'ক্ষতি' একদিন জ্যোতি হয়ে উঠত!

প্রশ্ন : ক্রাশের ছেলেটা যখন ‘আপু’ বলে ডাকে, তখন কেমন লাগে?

জ্যোতি : খারাপ না বরং আদর আদর লাগে। কারণ আপু ডেকে প্রচুর ছেলে প্রেম নিবেদন করে আমাকে। ভয়ে আপু আপু, আপনি আপনি বলে বিড়াল সেজে থাকলেও প্রশ্রয় পেলে সে যে বাঘ হয়ে উঠবে সেটা আমি বুঝতে পারি। সো আশাহত লাগে না

প্রশ্ন : জ্যোতির অস্কার পাওয়ার সম্ভাবনা কতটুকু?
জ্যোতি : ১০০%, শুধু দরকার একজন যোগ্য পরিচালক।

প্রশ্ন : টিভিতে নিজের অভিনয় দেখলে মনে হয়...
জ্যোতি : কী কী ঠিকঠাক হয় নাই তাই দেখতে থাকি। বেশি খারাপ লাগলে পরিচালকের ওপর রাগ হয়, কেন তিনি ভালো লাগছে না এমন একটা জিনিস উপস্থাপন করলেন।

প্রশ্ন : সময়, স্রোত ও জ্যোতিকা জ্যোতি...?
জ্যোতি : আসলেই কারো জন্য অপেক্ষা করে না।

প্রশ্ন : গরমে বিদ্যুৎ না থাকলে মনে হয়...?
জ্যোতি : শীতের দেশে চলে যাই।

প্রশ্ন : শাহরুখ খান তো ‘এসিও’ বের করতে পারতেন, তা না করে ‘ফ্যান’ করলেন কেন?
জ্যোতি : 'এসি'তে হয় খান সাহেবের বেশি ঠান্ডা লাগে তাই তিনি ফ্যান এনেছেন।

প্রশ্ন : কেউ ভালোবাসার কথা বললে কী করেন?
জ্যোতি :  প্রেমের প্রস্তাব জাতীয় ভালোবাসা ছাড়া বাকি সব ভালোবাসার কথায় আমিও ভালোবাসার কথা বলি। 

প্রশ্ন : জ্যোতিকে হঠাৎ বাংলাদেশ প্রমিলা ক্রিকেট টিমে দেখা গেলে...?
জ্যোতি : জানতে চাইতে হবে এটা কোন সিনেমা বা নাটকের দৃশ্য!

প্রশ্ন : ঘুম ভেঙে দেখলেন আপনি থুরথুরে বুড়ি হয়ে গেছেন, কেমন লাগবে?
জ্যোতি : প্রথমে ভাবব বিষয়টা কেন আর কীভাবে হলো!

প্রশ্ন : অভিনয় নিয়ে কেউ জ্ঞান দিলে মনে মনে যা ভাবেন?
জ্যোতি : জ্ঞানীজন জ্ঞান দিলে নত হই, শিখি আর নিজের অজ্ঞানতা সম্পর্কে সচেতন হই। আর অজ্ঞানীরা জ্ঞান দিতে এলে বিরক্ত হই।

প্রশ্ন : শুটিংয়ের কোনো মজার ঘটনা?
জ্যোতি : শুটিং মানেই মজা নয়, কাজের জায়গা। শুটিংয়ের বাইরে বরং আমার জীবনে বেশি মজার ঘটনা ঘটে।

Advertisement