Beta

রম্য

শখের কার্টুনের ক্ষুধা মেটান নিলয়!

০২ আগস্ট ২০১৬, ১৪:৫২ | আপডেট: ০২ আগস্ট ২০১৬, ১৫:৪০

আনিকা কবির শখ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি সম্প্রতি আবোলতাবোল কিছু প্রশ্নের আবোলতাবোল জবাব দিয়েছেন।

প্রশ্ন : শখের যত শখ...

উত্তর : আমার নিজের একটা শখের ডিব্বা আছে। যে ডিব্বায় এত শখ জমা হয়ে আছে, যা এক জীবনে বলে শেষ করা যাবে না।

প্রশ্ন : ছোটবেলায় বন্ধুরা যে নাম ধরে ডাকত...

উত্তর : তকো বাবু। এর কারণ আমি খুব আহ্লাদি ছিলাম। তাই সবাই আমাকে তকো বাবু বলে ডাকত। আর বাড়ির সবাই আমাকে বলত পুতুলি।

প্রশ্ন : নির্জন দ্বীপে তিন দিনের জন্য আপনাকে পাঠানো হবে। সঙ্গী হিসেবে কাকে নিতে চাইবেন?

উত্তর : অবশ্যই আমি আমার জামাই নিলয়কে নিতে চাইব। এর পেছনে একটা কারণও আছে। আমি টিভিতে সারাক্ষণ কার্টুন দেখতে পছন্দ করি। নিলয় যদি আমার সঙ্গে থাকে, তাহলে আর আমার কার্টুন দেখার ক্ষুধা থাকবে না। আমাকে হাসাতে নিলয় একাই একশ।

প্রশ্ন : ঘুম থেক উঠে দেখলেন আপনি পুতুল হয়ে গেছেন। কী করবেন?

উত্তর : খুব হতাশ হবো। কারণ, আমি কখনোই পুতুল হতে চাই না। পুতুলের মতো প্লাস্টিক জীবন আমার দরকার নেই। আমি সারা জীবন হাসিখুশি থাকতে চাই।

প্রশ্ন : বলিউডের শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এ তিনজনের মধ্যে কার সঙ্গে অভিনয় করতে চাইবেন?

উত্তর : একজনকে বেছে নেওয়া খুব কঠিন হবে। তিন খানের সঙ্গে অভিনয় করতে চাইব।

প্রশ্ন : কখন শুটিংয়ে মন বসে না?

উত্তর : বৃষ্টির দিনে। বৃষ্টি পড়লেই বাসায় বসে খিচুড়ি, মাংস ভুনা ও ইলিশ ভাজা খেতে ইচ্ছে করে।

Advertisement