রম্য
মীরাক্কেলখ্যাত এমদাদুল হক হৃদয়ের সাক্ষাৎকার
প্রশ্ন : হৃদয়কে কি কোনো মেয়ে কখনো হৃদয়হীন বলছে?
উত্তর : বলেনি। তবে কেউ যদি জানত- কোনোদিন আমার কোনো সাক্ষাৎকারে কেউ এ ধরনের প্রশ্ন করবে,তাহলে ফুটেজ খাওয়ার জন্য হলেও বলত।
প্রশ্ন : আপনার ভালো জোকস শুনে যখন কেউ হাসে না, তখন আপনার অনুভূতি কেমন হয়?
উত্তর : অনুভূতি ভালোই হয়। কেননা নিজের মনকে এই বলে সান্ত্বনা দেই- আমার কথা কেউ হেসে উড়িয়ে দেয়নি।
প্রশ্ন : পারফরমেন্স শেষ করার পর আপনি থ্যাংক ইউ না বলে ওয়েলকাম বললে কেমন হতো?
উত্তর : ঠিক তেমন হতো, যেমনটা এই মুহূর্তে আপনাকে সাক্ষাৎকার না দিয়ে অন্য কোনো পত্রিকায় দিলে হতো।
প্রশ্ন : কেউ গান গেয়ে, কেউ কবিতা আবৃত্তি করে মেয়ে পটায়। আপনি কি কখনো জোকস বলে মেয়ে পটিয়েছেন?
উত্তর : মেয়ে যদি পটাতেই পারতাম, তাহলে কি এখন আপনার সাথে আড্ডা দেওয়া লাগত?
প্রশ্ন : ছোট বেলার মতো কি এখনো ঈদের জামা লুকিয়ে রাখেন? যাতে কেউ ঈদের আগে দেখতে না পারে।
উত্তর : হ্যাঁ লুকিয়ে রাখি; তবে আগে নিজের জামা লুকিয়ে রাখতাম, এখন অন্যেরটা।
প্রশ্ন : ঢাকা শহরে জ্যামে বসে কী ভেবে টাইম পাস করেন?
উত্তর : জ্যাম রপ্তানি করার যদি কোনো সিস্টেম থাকত, তাহলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম।
প্রশ্ন : কমেডিয়ান না হয়ে ডাক্তার হলে কী করতেন?
উত্তর : অপারেশন শেষে হাত-পা নাড়িয়ে থ্যাঙ্ক ইউ বলে জীবিত রোগীকেও মুমূর্ষু করে দিতাম!
প্রশ্ন : প্রেমে ছ্যাকা খেলে মানুষ কবি হয়। আর ক্রাশ খেলে?
উত্তর : কমেডিয়ান।
প্রশ্ন : পরী মণি, নুসরাত ফারিয়া কিংবা মাহিয়া মাহি- সুযোগ পেলে কার সাথে আইটেম গানের দৃশ্যে নাচতে চান?
উত্তর : সুযোগ যদি পেয়ে যাই, তাহলে শুধু নাচতে চাইব কেন? অন্যভাবে নিবেন না, গাইতেও চাইব।
প্রশ্ন : ছোট বেলায় কোন অপরাধের জন্য প্রায়ই শিক্ষকের বকাঝকা খেয়েছেন?
উত্তর : প্রশ্নের উত্তর অন্যভাবে দিচ্ছি। এই যেমন ধরুন-আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার আব্বু আম্মু কী করেন? আমি উত্তর দিলাম-আমি জানি না; কারণ আমি রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই।
প্রশ্ন : স্ট্যান্ড আপ কমেডিয়ান না বলে সিট ডাউন কমেডিয়ান বলা হয় না কেন?
উত্তর : কারণ, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জীবনে সিট ডাউন মোমেন্টের পরিধি খুব কম; তারা গোটা ছাত্রজীবনের বেশির ভাগ সময় বেঞ্চের উপরে কিংবা ক্লাসের বাইরে স্ট্যান্ড আপ করে কাটায়।
প্রশ্ন : প্রথম প্রেম ভোলা যায় না কেন?
উত্তর : কারণ, প্রথম প্রেমে কোনো ম্যাথমেটিকেল কোয়েকশন কিংবা রাসায়নিক বিক্রিয়ার সূত্র মনে রাখার ব্যাপার থাকে না।
প্রশ্ন : প্রেম না করার সবচে বড় পজেটিভ দিক কী?
উত্তর : স্বাধীনতা কী জিনিস তা হাড়ে হাড়ে অনুভব করা যায়।
প্রশ্ন : জোকস শুনে মানুষ হাসে কেন?
উত্তর : কারণ, বাপ-মায়ের চড় থাপ্পরে নিমিষেই কাদিয়ে ফেলার যে পাওয়ার আছে, সেটা জোকসের মধ্যে নেই।
প্রশ্ন : ঈদ নিয়ে একটা মজার ঘটনা বলুন?
উত্তর : ঈদ নিয়ে একটা অভজারবেশন- আপনি যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করেন- ঈদে কী কিনছ, তাহলে সে উত্তর দিবে -১০টা সালোয়ার কামিজ, পাঁচটা শাড়ি, ২০ সেট চুড়ি, ১৭টা শেদ এর লিপিস্টিক, ৩২টা কানের দুল। আর যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করেন, ঈদে কী কিনছ, তাহলে উত্তর দিবে- একটা সেন্ডু গেঞ্জি, তাও অনলাইন থেকে।
প্রশ্ন : আপনার কোন বাজে অভ্যাস আপনার কাছে বাজে অভ্যাস মনে হয় না?
উত্তর : আড্ডা দেওয়া।
প্রশ্ন : মীরাক্কেলে যাবার পর থেকে আপনার উল্লেখযোগ্য পরিবর্তন কী? যেটা আপনার চোখে নয়, মেয়েদের চোখে ধরা পড়ছে।
উত্তর : আমি যে এত স্মার্ট এবং কিউট সেটা মীরাক্কেলে না গেলে বুঝতাম না। অবশ্য এই পরিবর্তন আমার চোখে নয়, মেয়েদের চোখে ধরা পড়ছে।