লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির জুট স্পিনার্সের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান বেড়েছে ৮৬ দশমিক ৮৪ শতাংশ। ফলে এবারেও সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ দশমিক ৭৮ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ৬৮ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১৭ টাকা শূন্য ৫ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৫২২ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল নেগেটিভ ৪৩৮ টাকা ৪২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ নির্ধারন করা হয়নি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। এর আগে ছয় (৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ এবং ৪৩ তম) অর্থবছরের এজিএম করতে হাইকোর্টের অনুমতির অপেক্ষায় রয়েছে কোম্পানিটি। এজিএমগুলো করার অনুমতির পর ৪৪তম এজিএমের তারিখ নির্ধারন ও স্থান নির্ধারন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জুট স্পিনার্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৭ লাখ। রিজার্ভে রয়েছে ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্ত পলিচালক ৩৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার ধারন করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ২৩ দশমিক ২০ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীরা ৩৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার ধারণ করেছে। আজ মঙ্গলবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৩২১ টাকা।