ফু-ওয়াং ফুডসের এজিএম সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন)) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক শূন্য লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। একই সঙ্গে সমাপ্ত বছরের কোম্পানিটির আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ, নিরীক্ষক নিয়োগসহ তার পারিশ্রমিক নির্ধারণ অনুমোদন হয়েছে। এজিএম সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম।
অনেক প্রতিকূলতার মাঝেও ব্যবসা সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন জানিয়ে আবুল কাশেম বলেন, ফু-ওয়াং ফুডসের উৎপাদন বাড়ছে। এতে কোম্পানিটির রাজস্ব গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। লোকসানও কমে এসেছে। তিনি আরও বলেন, ‘ব্যবসার পরিসর বাড়ানোর লক্ষ্যে আমরা বেশকিছু সিদ্ধান্ত নিয়েছি। এসব কারণে আগামীতে কোম্পানির মুনাফা বাড়বে। এরই ধারায় আগামীতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার প্রত্যাশা করছি।’
সভায় উপস্থিত ছিলেন পরিচালক মিয়া মামুন, পরিচালক মির্জা রাশেদ নাওয়াজ, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল খালেক খান, স্বতন্ত্র পরিচালক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক সিদরাতুল মাহাবুব হাসান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হাসান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আজিজুল হক এবং কোম্পানির শেয়ারহোল্ডাররা। সভাটির পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শা’রিফ আল মাহমুদ।