বিএসইসির সামনে বিক্ষোভ, চেয়ারম্যানের অপসারণ দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/03/bsec.jpg)
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা। ছবি : এনটিভি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা। রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সেখান পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা চেয়ারম্যানকে অপসারণের দাবিতে নানা স্লোগান দেন। যদিও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে বৈঠকের আহ্বান জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে, তার এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন বিনিয়োগকারীরা।