লভ্যাংশ দেবে না মিথুন নিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মিথুন নিটিং অ্যান্ড ডায়িংয়ের সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরে জন্য গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন করেছে। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানায়, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। ফলে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) রয়েছে শূন্য অবস্থানে। আবার নানা কারণ শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বের করাও সম্ভব না। ঘোষিত নো লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২০ নভেম্বর, দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।