৮৩ শতাংশ কোম্পানির দর উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৭ নভেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে চার হাজার ৪১০ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৪৫১ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
জানা যায়, গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৫ হাজার ৫১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৬৪১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৭ দশমিক ৯৩ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪৩ দশমিক ১২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৮ দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৭ দশমিক ৪২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২৯টির ও কমেছে ৩৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১৩ কোটি ২৭ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১৩ কোটি ১৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৬৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৫৫ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৪৩ লাখ টাকা, আইসিবির ১০ কোটি ৮৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৩৪ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের আট কোটি ৬২ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের আট কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।