বাড়ল সূচক, কমল লেনদেন-মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে আজ ৩৩৫ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৪৩ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ৫৮৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২২১ দশমিক ৫৭ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২০৮ দশমিক ২০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক চার দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক আট দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৮ দশমিক ২৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯টির ও কমেছে ২০১টির। শেয়ার দর অপরিবর্তন ৭৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ১৮ কোটি ২৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৭০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৬৭ লাখ টাকা, রবি আজিয়াটার ১০ কোটি ৮৫ লাখ টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ২৮ লাখ টাকা, ফাইন ফুডসের ৯ কোটি ৩৩ লাখ টাকা, সায়হাম কর্টনের আট কোটি দুই লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ছয় কোটি ৭৪ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ছয় কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ১৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক শূন্য ৯ শতাংশ।