মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ৮৫ পয়েন্ট। লেনদেন বেড়ে আজ চারশ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস বুধবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে চার হাজার ৪৪ কোটি টাকা। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, গত বুধবার লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৬৯৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে চার হাজার ৪৪ কোটি ২৮ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৬টির ও কমেছে ১৭৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭১টির। এদিন ডিএসইএক্স ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ২০১ দশমিক ৪৭ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৮৯ দশমিক ৬২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ দশমিক ১১ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৫২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৬২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৬২ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৯০ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের সাত কোটি ২৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৬৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ছয় কোটি ৪৮ লাখ টাকা এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পাঁচ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল ১ম ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৬৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।