উত্থানে পুঁজিবাজারে মূলধন বাড়ল ৪৮৬৫ কোটি টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/17/dsc.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ সোমবারের (১৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষ হয়েছে। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৭৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে আজ ৪৪৩ কোটি টাকার ঘরে অবস্থান করে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৫২৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার মূলধন ছিল ছয় লাখ ৯০ হাজার ৬৬০ কোটি ১৩ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে চার হাজার ৮৬৫ কোটি ৪৬ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৬টির ও কমেছে ১৫৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৪টির। এদিন ডিএসইএক্স ১২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ২১১ দশমিক ৫৩ পয়েন্টে। রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৮ দশমিক ৭৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬০ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৮ দশমিক ৩৩ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৩ কোটি ২৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ২২ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৯ কোটি ৩১ লাখ টাকা, সিমটেক্সের আট কোটি ৫১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ২৪ লাখ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ছয় কোটি ৫১ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ২৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ।