অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ শনিবার এক শোকবার্তায় আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
এক শোকবার্তায় জাহিদ আহসান রাসেল বলেন, ‘আব্দুল কাদের একজন শক্তিমান অভিনেতা ছিলেন। অসাধারণ অভিনয়শৈলীর কারণে তিনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অভিনেতা আব্দুল কাদের আমার নির্বাচনী এলাকা টঙ্গীর বাটা সু কোম্পানিতে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সে সময় বিভিন্নভাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।’
অভিনেতা আব্দুল কাদের (৬৯) আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ক্যানসারে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।