অলিম্পিক গেমসের বাজেট বাড়ছে
করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে গেছে। তাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞের খরচও অনেক বেড়েছে। প্রায় ২২ শতাংশ খরচ বাড়ছে বলে জানিয়েছে আয়োজকরা।
জাপান টাইমসের খবরে জানা গেছে, ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসের জন্য ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট ধরা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে জানানো হয়েছে সব মিলে খরচের পরিমাণ হবে ১৫.৯ বিলিয়ন মার্কিন ডলার। বাজেটের দিক থেকে টোকিও অলিম্পিক গেমস সব রেকর্ড ভাঙতে চলেছে।
বিভিন্ন খাতে বাজেট ঘোষণা করেছে অলিম্পিক আয়োজক কমিটি। শুধু করোনাভাইরাস মোকাবিলায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় অবকাঠামো তৈরি, ক্লিনিক তৈরি, খাবার, পানীয় জল, যাবতীয় সুরক্ষার জন্যই বেশি খরচ হবে।
অলিম্পিক কমিটির সিইও তোসিরো মুতো বলেন, ‘খুবই কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক আয়োজন করতে হচ্ছে। কোভিডের জন্য আমরা খুবই সতর্ক। এখন প্রচুর টাকার প্রয়োজন। তাই আমাদের বাজেট বাড়াতে হচ্ছে।’
চলতি বছরের ২৪ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে গেমস স্থগিত করে দেয় আইওসি। এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে গেমসটি। চলবে ৮ আগস্ট পর্যন্ত।