অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত
২০৪৮ সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গত মঙ্গলবার বাজেট অধিবেশনে বলেন, ‘দিল্লিতে অলিম্পিক গেমস আয়োজন করার একটা বড় স্বপ্ন আমাদের। সেটা আমি এই বিধানসভায় জানাতে চাই।’
দিল্লির উপমুখ্যমন্ত্রী আরও বলেন, ‘৩২তম অলিম্পিক গেমস টোকিওতে অনুষ্ঠিত হবে। পরের তিনটি অলিম্পিক কোথায় হবে সেটা ঠিক করা হয়নি। আমাদের সরকারের লক্ষ্য খেলাধুলার পরিবেশ ও অবকাঠামো তৈরি করা, যাতে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করে ৩৯তম অলিম্পিক আয়োজন করার আবেদন রাখা যায়।’
অবকাঠামো নির্মাণ সম্পর্কে মাণীশ সিসোদিয়া বলেন, ‘এটা মনে হতে পারে দূরের ভাবনা। তবে আবেদন করতে হয় ১০ বছর আগে। শুধু তাই নয়, অবকাঠামো তৈরি করতে লাগে ১৫ বছর। তাই এখন থেকেই কাজ শুরু করে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে, যাতে ২০৪৮সালের অলিম্পিক আয়োজন করা যায় এবং অনেক পদক পাওয়া যায়।’
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, দিল্লিতে এর আগে ১৯৫১ ও ১৯৮২ সালে এশিয়ান গেমস আয়োজন হয়েছিল। এরপর ২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল।