অলিম্পিক গেমস বাতিলের দাবি জাপানের চিকিৎসকদের
অলিম্পিক গেমস বাতিলের পক্ষে মত দিয়েছেন জাপানি চিকিৎসকদের একটি অংশ। এমনকি অলিম্পিকে নিয়োজিত মেডিকেল ভলান্টিয়াররা এই চিকিৎসকদের সঙ্গে একমত পোষণ করেছেন।
রয়টার্সের খবরে জানা গেছে, টোকিও অলিম্পিক গেমস শুরু হতে ১০ সপ্তাহেরও কম সময় বাকি। কিন্তু জাপানের করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়। এই গেমস বাতিলের পক্ষে প্রতিদিনই স্থানীয় জনগণ মত দিচ্ছে। অবশ্য আয়োজকরা নিরাপদ একটি গেমস আয়োজনের নিশ্চয়তা দিচ্ছে। যেকোনো মূল্যে তারা এই গেমস আয়োজন করতে চান।
টোকিওতে কর্মরত প্রায় ৬ হাজার চিকিৎসকের একটি গ্রুপ জানিয়েছে তারা ভাইরাস সামলাতে হিমশিম খাচ্ছে। যে কোনো সময় আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এক বিবৃতিতে এই গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় এই মুহূর্তে গেমসটি বাতিলের পক্ষে আমরা সুপারিশ করছি।’
তাদের এই বার্তাটি জাপান সরকার, গেমস আয়োজক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে। বিষয়টি নিয়ে জরুরি আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে গত সপ্তাহে জাপানের হাসপাতালের চিকিৎসক ইউনিয়েনের পক্ষ থেকে বলা হয়েছিল এই মুহূর্তে টোকিওতে নিরাপদে গেমস আয়োজন করা একেবারেই অসম্ভব। জাপান সরকার টোকিওসহ বেশ কিছু ক্লাস্টার এলাকায় জরুরি অবস্থার মেয়াদ মে মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক গেমস।