অলিম্পিক গেমস হচ্ছেই
গত বছর টোকিওতে যে অলিম্পিক গেমস আয়োজনের কথা ছিল, তা করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেওয়া হয়। 'গ্রেটেস্ট শো অন আর্থ' এই বছর আয়োজনের কথা। কিন্তু করোনার প্রকোপ না কমায় এই বছর গেমসটি আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।
গোল ডটকমের খবরে জানা গেছে, করোনার প্রভাব যতই থাকুক, টোকিও অলিম্পিক গেমস নির্ধারিত সময়ে হবেই।
আয়োজক কমিটির প্রধান ইওসিরো মোরি এ ব্যাপারে বলেন, ‘করোনা যতই উদ্বিগ্ন রাখুক, গেমস আয়োজন হবেই। এই আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছি। একটা নতুন স্বাদের অলিম্পিকের জন্য তৈরি হোক বিশ্ববাসী।’
অবশ্য ছয় মাসেরও কম সময় হাতে রয়েছে অলিম্পিক আয়োজনের। তবু শঙ্কার মেঘ ঘিরে রয়েছে। করোনার কারণে জাপানে আপাতত জারি আছে জরুরি অবস্থা। বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে অলিম্পিক আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। আয়োজকরা জানিয়ে দিয়েছে, প্রয়োজন পড়লে দর্শকশূন্যভাবে হলেও আয়োজন হবে গেমস।
অলিম্পিক আয়োজন নিয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল আয়োজকরা। গেমসের আয়োজন নিয়ে কার্যত সিদ্ধান্ত নেওয়ার হয়ে গেছে।