অসি ক্রিকেটারদের সঙ্গে লিফটে ওঠা নিষেধ ছিল ভারতের
অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিজ দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। দুই দলের ব্যাটে-বলের লড়াই শেষ হলেও এখনো কথার উত্তাপ চলছে। দেশে ফিরে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে এক লিফটে পর্যন্ত ওঠার অনুমতি দেওয়া হয়নি সফরকারীদের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নিজের ইউটিউবে ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে আলোচনায় অশ্বিন বলেন, ‘আমরা সিডনি পৌঁছনোর পর কঠোর সব নিষেধাজ্ঞা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। কার্যত বন্দি করে ফেলা হয় আমাদের। খুব অবাক করার মতো একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। অস্ট্রেলীয় খেলোয়াড়েরা যখন লিফটে থাকত, তাতে আমাদের উঠতে দেওয়া হতো না।’
তারকা অফস্পিনার যোগ করেন, ‘ঘটনাটা খুব বিস্মিত করার মতো। দুটি দলই তো একই জৈব সুরক্ষা বলয়ে ছিল। সত্যি কথা বলতে কী, আমাদের সবাইকে খুব অবাক করেছিল এই নিষেধাজ্ঞা।’
ওই ঘটনা নিয়ে অশ্বিন আরো বলেন,‘এ রকম কিছু যে ঘটতে পারে, তা আমরা ভাবতেও পারিনি। সত্যিই আমাদের সবার খুব খারাপ লেগেছিল। আমরা একই জায়গায়, একই বলয়ের মধ্যে আছি। অথচ, একই সঙ্গে লিফট ব্যবহার করতে পারব না! এই ব্যাপারটা হজম করাই খুব কঠিন ছিল।’
সিডনিতেই টেস্ট ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। এরপর আম্পায়ার ও ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান ভারতীয় দল। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডও তদন্ত শুরু করেছে বলে জানায়। কিন্তু সিরিজ শেষ হয়ে গেলেও সিডনির ওই ঘটনা নিয়ে অসি ক্রিকেট বোর্ডের কোনো বার্তা এখনো আসেনি।