হোয়াইটওয়াশ হবে ভারত, ভবিষ্যদ্বাণী তারকা ক্রিকেটারের
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের পর আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলিরা। সেই সিরিজকে সামনে রেখে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার নাথান লায়ন।
আগামী নভেম্বরে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ। সেই সিরিজে ভারত ৫-০ ব্যবধানে হারবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার লায়ন। এই বিষয়ে এক পডকাস্টে লায়ন বলেন, ‘১০ বছর আগে আমরা সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন থেকেই ওদের ওপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।'
লায়ন আরও যোগ করেন, ‘এবার আমাদের দলটা আলাদা। যারা দলে আছে প্রত্যেকেই খুব ভালো ক্রিকেটার। আমরা বিশ্বসেরা দল হওয়ার পথে এগোতে চাই। এখনও আমরা হতে পারিনি। ভারতকে হারালে অনেক আত্মবিশ্বাস পাব।’
২০১৪-১৫ মৌসুমের পর এই ট্রফি আর জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অসিদের এগিয়ে রাখছেন লায়ন। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন অস্ট্রেলিয়ার দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। লায়ন মনে করেন, অস্ট্রেলিয়া দলকে একটু আলাদা। তারা এখনও বিশ্বসেরা টেস্ট দল।
সর্বশেষ হালনাদাকৃত র্যাঙ্কিং অনুযায়ী, ৯ টেস্ট থেকে ৬ ম্যাচে জয় পেয়েছে রোহিত শর্মার দল। ৬৮ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে লর্ডসের ফাইনালে এক পা দিয়েই রেখেছে ভারত। সামনে তাদের বাকি আছে আরও ১০ ম্যাচ। জয় দরকার ৫ ম্যাচে। সবচেয়ে কম জয় দরকার অস্ট্রেলিয়ার। বাকি থাকা ৭ ম্যাচের অন্তত ৪টি তে জয় পেলেই টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে প্যাট কামিন্সদের।