অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দলে চমক
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে। এই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন জেফ্রি ভ্যান্ডারসে।
ভ্যান্ডারসে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তখন তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। অনেক দিন পর আবার দলে জায়গা পেয়েছেন তিনি।
গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৯ জুন থেকে শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে টেস্ট সিরিজ।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজোয়ান, ফারানন্দ ফারজানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া, জেফ্রি ভ্যান্ডারসে।