এক যুগ পর শ্রীলঙ্কায় সিরিজ জয় অস্ট্রেলিয়ার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/australia.jpg)
সাদা পোশাকে সময়টা দারুণ কাটছে অস্ট্রেলিয়ার। গত বছর ভারতকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেওয়া স্মিথরা এবার শ্রীলঙ্কার মাটিতেও নিজেদের দাপট ধরে রেখেছে। ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল অসিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এমন জয় বেশ আত্মবিশ্বাস বাড়াবে পুরো দলের।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ৯ উইকেটের জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। এমন দাপুটে জয়ের ম্যাচে কিংবদন্তি রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙেছেন স্টিভেন স্মিথ। দুই ইনিংস মিলে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিলেন তিনি।
জয়ের জন্য অসিদের লক্ষ্য ছিল মাত্র ৭৫ রান। যা সহজেই পেরিয়ে যায় সফরকারীরা। দুই ম্যাচের সিরিজ সফরকারীরা জিতে নিল ২-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে লঙ্কানদের ২৫৭ রানের জবাবে ৪১৪ রান তোলে অস্ট্রেলিয়া। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় লঙ্কানরা। যার ফলে ৭৫ রানের টার্গেট পেয়ে যায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় দলটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা আগেই নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পর অজিদের জয়ের শতাংশ ৬৭.৫৪। চলতি চক্রে ১৯টি টেস্ট খেলেছে তারা। জিতেছে ১৩টিতে, ড্র ২টিতে এবং হেরেছে ৪টিতে। ফাইনালে অজিদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ১২ টেস্টে ৮ জয়, এক ড্র ও তিন হারে তাদের জয়ের শতাংশ ৬৯.৪৪। টেবিলে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়াবাহিনী। ১১ জুন লর্ডসে গড়াবে ফাইনাল মহারণ।