অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে ডাক পেলেন রাজাপাকসে
আবার শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ভানুকা রাজাপাকসে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডুনিথ ওয়েলালেজও ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজের জন্য দলটি ঘোষণা করা হয়।দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।
ওপেনার পথুম নিসাঙ্কাও পিঠের চোটে বাংলাদেশ ও ভারত টেস্ট মিস করার পর ওডিআই সিরিজে ফিরেছেন।
গত বছরের সেপ্টেম্বরে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন রাজাপাকসে। আইপিএলে নয় ম্যাচে ২০৬ রান করেন তিনি।
চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
শ্রীলঙ্কা ওয়ানডে দল : দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসে, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণাথেরা, রমেশ মেন্ডিস, মহেশ থেকশানা, প্রবীণ জয়াবিক্রমা, জেফরি ভ্যান্ডারসে, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মদুশান