আইপিএলে নিজের তৃতীয় ম্যাচেই লজ্জার মুখে অর্জুন
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়ে গেল শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। দ্বিতীয় ম্যাচে এসে আইপিএলে নিজের প্রথম উইকেটের দেখাও পেয়ে গেলেন অর্জুন। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই পড়লেন লজ্জার মুখে। পাঞ্জাব কিংসের বিপক্ষে খরুচে বোলিং করে লজ্জার রেকর্ড গড়েছেন শচীনপুত্র।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে এক ওভারেই ৩১ রান দিলেন অর্জুন। যেটা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দেওয়ার তালিকায় দ্বিতীয়। এই তালিকায় প্রথম নামটি ড্যানিয়েল সামসের। তিনি এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের বোলিং ওভারের শুরুটা ভালোই করেন অর্জুন। প্রথম ওভারে দেন মাত্র ৫ রান। দ্বিতীয় ওভারে দেন ১২ রান, তার বিনিময়ে তুলে নেন এক উইকেট। কিন্তু তৃতীয় ওভারে এসেই দেখেন মুদ্রার উল্টো পিঠ। ১৬তম ওভারে নিজের কোটার তৃতীয় ওভার করতে এসে স্যাম কারান ও হারপ্রীত সিংয়ের তোপের মুখে পড়েন অর্জুন।
ওই ওভারের প্রথম বলে অর্জনকে ছক্কা হাঁকান কারান। এরপর আসে এরও একটি চার ও ছক্কা। সেই সাথে ওভারের শেষ বলটি ফুলটসে নো দিয়ে বসেন অর্জুন। ফলে শেষ বলে চলেই চলে আসে ৯ রান। সবমিলিয়ে এক ওভারে অর্জুন দেন ৩১ রান।
মোট ৩ ওভার বোলিং করে ৪৮ রানের বিনিময়ে ১ এক উইকেট পান অর্জুন। ওভার প্রতি গড় ১৬ রান। ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্সও জিততে পারেনি। পাঞ্জাব কিংসের কাছে রান বন্যার ম্যাচটিতে ১৩ রানে হেরে যায় রোহিত শর্মার দল।