ব্যাটে-বলে ঝড় তুললেন শচীনপুত্র অর্জুন
আইপিএলের নিলামের আগেই ব্যাটে-বলে নজর কেড়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। ভারতের মুম্বাইয়ের একটি টুর্নামেন্টে ব্যাট হাতে ৩১ বলে ৭৭ রান ও বল হাতে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন অর্জুন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি।
অর্জুনের এই অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে ইসলাম জিমখানাকে ১৯৪ রানের বড় ব্যবধানে হারায় অর্জুনের দল।
৭৭ রানের ঝলমলে ইনিংস খেলতে অর্জুন পাঁচটি চার ও আটটি ছক্কা মার দিয়ে ইনিংস সাজান। স্পিনার হশির দাফেদরের এক ওভারে পাঁচটি ছক্কা মারেন অর্জুন। তাঁর এই ইনিংসের সুবাদে এমআইজি ৪৫ ওভারে ৩৮৫ রান করে। জবাবে জিমখানা মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায়। অর্জুন ছাড়া তিনটি করে উইকেট পান অঙ্কুশ জয়সওয়াল ও শ্রেয়াস গুরভ।
গত জানুয়ারিতে মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিষেক হয় অর্জুনের। সেই সুবাদে আইপিএলের নিলামে নাম লেখান তিনি। ২০ লাখ রুপি বেস প্রাইসে নিলামের তালিকায় নাম লেখান তিনি। কোনো দল তাঁকে নেবে কি না, তা দেখতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমীদের।