আইপিএল না খেলেই ৭ কোটি রুপি পাবেন শ্রেয়াস
আইপিএল শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসকে বড় দুঃসংবাদ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন দিল্লির অধিনায়ক। তবে টুর্নামেন্টে না খেললেও সাত কোটি রুপি ঠিকই পাচ্ছেন শ্রেয়াস।
এখন প্রশ্ন হলো আইপিএলে একটি ম্যাচ না খেলেও কেন পুরো বেতন পাচ্ছেন শ্রেয়াস? পুরো অর্থটা শ্রেয়াস পাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নিয়মের কারণে। বিসিসিআইয়ের খেলোয়াড়দের জন্য যে বিমা আছে তাতে বোর্ডের চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার যদি দেশের হয়ে খেলতে গিয়ে চোট পান এবং আইপিএল খেলতে না পারেন, সেক্ষেত্রে তাঁকে তাঁর আইপিএলের পুরো বেতনই দেওয়া হবে।
দেশের হয়ে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন শ্রেয়াস। তাই তাঁকেও সাত কোটি রুপি দিতে হবে। এই সুযোগ শুধু মাত্র বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররাই পাবেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ২০১১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বিমা পলিসিতে একটি নিয়ম যোগ করেছিল। এর আগে জহির খান, আশিস নেহরা ও ইশান্ত শর্মারাও চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন। তাঁদেরও ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
এদিকে শ্রেয়াসের বদলে নতুন অধিনায়ক বেছে নিয়েছে দিল্লি। শ্রেয়াসের জায়গায় ঋষভ পন্তকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পেয়েছেন শ্রেয়াস। ইংলিশ তারকা জনি বেয়ারস্টোর একটি শট ঠেকাতে গিয়ে কাঁধের বাঁ-দিকে চোট পান তিনি। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়, মারাত্মক ক্ষত ধরা পড়েছে শ্রেয়াসের। তাই সিরিজের পরের ম্যাচগুলোতে পাওয়া যায়নি তাঁকে। একইসঙ্গে আইপিএল থেকেও ছিটকে যান দিল্লি তারকা।
এরপর এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম জানিয়েছে দিল্লি। দিল্লি ক্যাপিটালসের সভাপতি কিরণ কুমার গ্রান্ধি বিবৃতিতে বলেন, ‘শ্রেয়াসের অধিনায়কত্বে আমাদের দল নতুন একটা উচ্চতায় উঠেছিল। ওকে আমাদের মনে পড়বে। ওর অনুপস্থিতিতে পন্ত অধিনায়কত্ব করবে। আমি ওর সাফল্য কামনা করি। আশা করব শ্রেয়াসও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।
দায়িত্ব পেয়ে দারুণ খুশি পন্ত নিজেও। নতুন ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ছয় বছর আগে আইপিএলে খেলা শুরু করেছিলাম। দিল্লিতেই আমি ছোট থেকে খেলেছি। আমার স্বপ্ন ছিল দলকে নেতৃত্ব দেওয়া। সেটা করতে পেরে আমি খুশি। আমি নিজের সেরাটা দিয়ে এই দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’