আইপিএল শেষ, এবার আন্তর্জাতিক সূচির দিকে নজর ভারতের
আইপিএল শেষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজর এখন আন্তর্জাতিক ক্রিকেটের দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে। এই সিরিজকে সামনে রেখে দিল্লিতে হবে প্রস্তুতি। সেখানেই হবে সিরিজের প্রথম ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ থেকে ১৯ জুন হবে ম্যাচগুলো। বিসিসিআই এরই মধ্যে কেএল রাহুলকে অধিনায়ক এবং ঋষভ পন্তকে সহ-অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। ৯ জুন দিল্লিতে, ১২ জুন কটকে, ১৪ জুন ভাইজাগে, ১৭ জুন রাজকোটে এবং ১৯ জুন বেঙ্গালুরুতে সিরিজের ম্যাচগুলো হবে।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) একজন কর্মকর্তা ৫ জুন ভারতীয় দলের অনুশীলন শুরু হওয়ার খবরটি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ২ জুন দিল্লিতে পৌঁছাবে।
ভারতীয় টেস্ট স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছে। ১৬ জুন ইংল্যান্ডে রওনা হবে এবং অন্য একটি দল দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আয়ারল্যান্ডে যাবে। রাহুল, পান্ত ও শ্রেয়াস, যারা টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড অংশ, তারা ১৯ জুন শেষ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। তাঁরা বেঙ্গালুরু থেকে সরাসরি যাবেন।
বিসিসিআই এরই মধ্যেই ক্রিকবাজকে নিশ্চিত করেছে, দ্রাবিড়ের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডগামী দলটির কোচের দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজের দায়িত্বে থাকবেন। ১৬ জুন টেস্ট খেলোয়াড়দের নিয়ে ইংর্যান্ড যাবেন।
ভারতীয় দল : কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (সহ-অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং ও ওমরান মালিক।
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অদিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ওয়েন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ত্রিব্রেস্তান শামসি, রাসি ভ্যান ডের ডুসেন ও মার্কো জানসেন।