আইসিসির বর্ষসেরার লড়াইয়ে রুট, অশ্বিন, করুণারত্নে ও জেমিসন
টেস্ট ক্রিকেটে ২০২১ সালের আইসিসির বর্ষসেরার জন্য মনোনীত হয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবাং শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিন অভিজ্ঞ তারকার সঙ্গে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন।
নিজেদের ওয়েবসাইটে টেস্টের বর্ষসেরার জন্য এই চার জনের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এবারের পুরো বছর জুড়ে ইংল্যান্ড খুব ভালো করতে না পারলেও অধিনায়ক জো রুট ছিলেন উজ্জ্বল। দল হারলেও টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে এক হাজার ৭০০ রানের বেশি রান করেছেন। রুটের আগে এই কীর্তি গড়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।
পুরো বছরে মোট ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরি সহ ১৭০৮ রান করেছেন রুট। সঙ্গে বল হাতে নিয়েছেন ১৪ উইকেট। তাই টেস্টে বর্ষসেরার তালিকায় তাঁর নাম থাকা প্রত্যাশিতই ছিল।
টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। চলতি বছরেও দারুণ কেটেছে তাঁর। পুরো বছরে ৮ ম্যাচে ১৬.২৩ গড়ে ৫২ টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে নিয়েছেন একটি সেঞ্চুরিসহ ২৮.০৮ গড়ে ৩৩৭ রান।
নিউজিল্যান্ডের জেমিসন ৫ ম্যাচে ১৭.৫১ গড়ে ২৭ উইকেট নিয়ে মনোনীত হয়েছেন। আর মনোনীত চতুর্থ খেলোয়াড় করুণারত্নে ৭ ম্যাচে চার সেঞ্চুরিতে ৯০২ রান করেছেন।
আইসিসি জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি পুরুষ ও নারীদের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। সব মিলিয়ে এই বছর ১৩টি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হবে। অন্য ক্যাটাগরির মনোনীতদের তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।