আইসিসির মার্চের সেরা ক্রিকেটার বাবর আজম
গত মার্চ মাসে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই রানের জোয়ার বইয়েছেন।
করাচি টেস্টে রয়েছে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস। ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ হয়েছেন সিরিজ সেরা। একমাত্র টি-টোয়েন্টিতেও হাঁকিয়েছেন অধর্শতক। তাইতো পুরস্কারও পেলেন হাতেনাতে।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রাইগ ব্রাথওয়েটকে হারিয়ে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাবর আজম। নারী ক্রিকেটে এই পুরস্কারটি পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার রাচেল হাইনেস।
দীর্ঘ ২৪ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তান জিতেছে ওয়ানডে সিরিজ, হেরেছে টেস্ট সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি। তবে সিরিজের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন পাকিস্তানের অধিনায়ক, যিনি ব্যাট হাতে গোটা সিরিজে ছিলেন অতিমানবীয় পর্যায়ে।
মার্চে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বাবর। টেস্ট সিরিজে একটি শতক আর দুটি অর্ধশতকে করেন ৩৯০ রান। ওয়ানডে সিরিজে দুটি শতক ও একটি অর্ধশতকে করেন ২৭৬ রান। আর সবশেষে একমাত্র টি-টোয়েন্টি খেলেন ৬৬ রানের ঝলমলে এক ইনিংস। অবশ্য শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছে এপ্রিলে।