আত্মবিশ্বাস নিয়ে ভালো কিছুর আশায় সৌম্য
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ফুরফুরে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, বিশ্বকাপের আগে পরপর তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লাল-সবুজের দল। এর মধ্যে দুটি ঘরের মাঠে, অন্যটি বিদেশের মাটিতে। সবমিলে কিছুটা স্বস্তি মিলছে বাংলাদেশ শিবিরে। দলের অন্যতম সদস্য সৌম্য সরকারও জানালেন, আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর আশায় আছেন তাঁরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সৌম্য বললেন, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি, প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। ভালো কিছুর আশা নিয়েই যাব। আশা করি, সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে।’
বিশ্বকাপের আগে নিজের দক্ষতা নিয়েও কাজ করেছেন সৌম্য। সব উইকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। আমরা গত যে দুই সিরিজে খেলেছি, সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত অনুশীলন সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’
বিশ্বকাপের প্রথম পর্বে অংশ নিতে আগামীকাল রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের দ্বিতীয় পর্ব হবে সংযুক্ত আরব আমিরাতে।