টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউটের বিশ্বরেকর্ড!
একই মাঠে একদল আগে ব্যাট করে তোলে ২৭১ রান। আরেক দল গুটিয়ে যায় মাত্র ‘সাত’ রানে! তা-ও আবার যেনতেন ম্যাচ নয়। একেবারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নাইজেরিয়া মুখোমুখি হয়েছিল আইভরি কোস্টের। ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইভরি কোস্ট অলআউট হয় সাত রানে।
টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর বিশ্বরেকর্ড। এর আগে মালয়েশিয়ার দখলে ছিল এই লজ্জা। তারা অলআউট হয়েছিল ১০ রানে। এক অঙ্কের ঘরে সবার গুটিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম।
আগে ব্যাট করে নাইজেরিয়া রীতিমতো ঝড় বইয়ে দেয় আইভরি কোস্টের বোলারদের ওপর। মাত্র চার উইকেটে ২৭১ রান তোলা দলটির পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার সেলিম সালাউ। ৫৩ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১১২ রান করে ক্রিজ থেকে উঠে যান সেলিম। অর্ধশতক করেন আরেক ওপেনার সুলাইমান রানসি। ২৯ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে ২৩ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন আইস্যাক ওকপে।
জবাব দিতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট হারায় আইভরি কোস্ট। এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। সর্বোচ্চ চার রান করেন ওপেনার মোহামেদ। তিনজনের ব্যাট থেকে আসে এক রান করে। বাকি সাতজন সাজঘরে ফেরেন কোনো রান তোলার আগেই।
নাইজেরিয়ার হয়ে দুই রানে তিন উইকেট নেন আইস্যাক দানলাদি। কোনো রান দিয়ে তিন উইকেট শিকার করেন প্রসপার উসেনি। আইভরি কোস্টের সাত রান সর্বনিম্ন স্কোর হলেও ২৬৪ রানে পাওয়া নাইজেরিয়ার জয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে পাওয়া তৃতীয় সর্বোচ্চ জয়।