আনন্দ ভুলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নজর বাংলাদেশের
গেল ম্যাচেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ নারী দল। সেটাও আবার পাকিস্তানের বিপক্ষে। প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ—স্বাভাবিকভাবে আনন্দে ভাসার কথা নারী ক্রিকেটারদের। তবে সেটা আনন্দে গা না ভাসিয়ে আপাতত বাংলাদেশের মেয়েদের চোখ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ম্যাচে। গেল ম্যাচে জয়ের যে মোমেন্টাম তাঁরা পেয়েছেন সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখতে চায় নিগার সুলতানার দল।
আগামীকাল শুক্রবার ভোরে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
মূল লড়াইয়ের আগে নতুন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নিজেদের ভাবনার কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে কালই প্রথমবার মুখোমুখি হবে বাংলাদেশ। অচেনা প্রতিপক্ষের বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন অধিনায়ক।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিগার সুলতানা বলেন, ‘আমার মনে হয়, এটা(প্রথমবার মুখোমুখি হওয়া) ভালো ব্যাপার। ওরা আমাদের চেনে না, আমরাও ওদের ব্যাপারে কিছু জানি না। এটা একটা সুবিধা হতে পারে। ওরা জানে না, আমরা কীভাবে খেলি। আমরা আমাদের শক্তির জায়গায় আস্থা রেখে খেলব। সেভাবেই পরিকল্পনা করব।’
নিগার সুলতানা আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনও খেলিনি কিন্তু আমরা তাদের খেলা দেখেছি। আমাদের অ্যানালিস্ট কিন্তু চেষ্টা করছেন যত ধরনের তথ্য আছে আমাদের দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে ব্যাটাররা যেমন বোলারদের জন্য পরিকল্পনা করছে, বোলাররাও ব্যাটারদের জন্য পরিকল্পনা করছে। তারা হয়তো পাওয়ার ক্রিকেটে বিশ্বাসী। আমি বিশ্বাস করি, আমাদের বোলারদের যে সামর্থ্য আছে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে পারি, মনে হয় যে, ফলাফলটা আমাদের দিকেই আসবে।’
গত ম্যাচের জয়ের প্রসঙ্গ টেনে অধিনায়ক বলেন, ‘গত ম্যাচটা আমাদের জন্য ছিল অসাধারণ। বিশ্বকাপে প্রথম জয় ছিল দারুণ আনন্দের। আমরা সেই ম্যাচ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আগের ম্যাচের প্রাপ্তিগুলো নিতে চাই এবং সেগুলো পরের ম্যাচেও করতে চাই। পাকিস্তান ম্যাচ আমরা এরই মধ্যে ভুলে গেছি। এখন মনোযোগ দিচ্ছি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে। কারণ, প্রথম থেকে আমাদের পরিকল্পনা ছিল, ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোব। মনোযোগ হয়তো অনেকের অনেক সময় সরে যায়। আমাদের দলের ক্ষেত্রে আমরা ভালো একটা মোমেন্টাম পেয়েছি। সেটার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। ম্যাচ জিতে এসেছি বা ফুরফুরে মেজাজে আছে (দলের সবাই)। যার জন্য আমার মনে হয়, আমরা ইতিবাচকভাবে আরও ভালো করার জন্য রোমাঞ্চিত।’