আমি সত্যিকারের সুখী মানুষ : সাকিব
অনাকাঙ্ক্ষিত ভুল করে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। তবে মাঠের বাইরের এই সময়ে পরিবারের বেশ সমর্থন পাচ্ছেন তিনি। কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকতেও সমর্থন দিচ্ছে তাঁর পরিবার। তাই তো নিজেকে সত্যিকারের সুখী মানুষ মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে আলাইনা হাসান অব্রি ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট করেছেন সাকিব।
স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’
তিনি আরো লিখেছেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’