আয়ারল্যান্ড সিরিজ নিয়ে যা বললেন সুজন
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটা নিয়ে বাংলাদেশ দল বেশ আশাবাদী। ইংল্যান্ডের চেমসফোর্ডে চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের সফল প্রস্তুতি ক্যাম্প সেরেছে বাংলাদেশ।
ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে হবে আরও নিবিড় অনুশীলন। নিজেদের ঝালিয়ে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন-শূন্যতে সিরিজ জিতবে বাংলাদেশ।
আজ সোমবার (১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে আমরা সব সময়ই ভালো। আমি সব সময়ই বলি, বাংলাদেশ এখন এই ফরম্যাটে অনেক বেটার দল। আমি তো তিন-শূন্য ব্যবধানে জয় ছাড়া কিছু দেখছি না।’
বাংলাদেশ যখন সিরিজ জয়ের আশায় বুঁদ, পিছিয়ে নেই আইরিশরা। বাংলাদেশের বিরুদ্ধ কন্ডিশনে ধরা খেলেও প্রায় চেনা আবহাওয়ায় নিজেদের সম্ভাবনা দেখছে তারা। আশা করছে সিরিজ জয়ের।
তবে, সেটি এক প্রকার উড়িয়েই দিলেন সুজন। তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। ওরা বাংলাদেশের চেয়ে এখনও অনেক দূরে আছে।’
সম্প্রতি বাংলাদেশের ফর্ম দারুণ। বিশেষ করে দলের সবার মধ্যে জয়ের ইতিবাচক মনোভাব। সব মিলিয়ে সাকিব-তামিম-মুশফিকদের নিয়ে বড় গলায় সম্ভাবনার কথা বলাই যায়।