ইংলিশদের হারিয়ে সিরিজে ফিরল ভারত
দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার। বোলিংয়ে হাল ধরেন ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়ারা। দুই বিভাগের দক্ষতায় ইংল্যান্ডকে আট রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
গতকাল বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জয় নিয়ে ২-২ সমতায় ফিরল ভারত। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার।
তবে ম্যাচটিতে খেলা জমে উঠেছিল শেষ ওভারে। শেষ ছয় বলে ইংল্যান্ডের দরকার ছিল ২৩ রান। শার্দুল ঠাকুরের প্রথম তিন বলেই ১৩ রান পেয়ে যায় সফরকারীরা। তবে শেষ তিন বলে আর সম্ভব হয়নি রান নেওয়া। তিন বলে এসেছে কেবল এক রান। ফলে জয়ের স্বাদ পায় স্বাগতিকেরা।
এদিন আহমেদাবাদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮৫ রান তোলে শ্রীলঙ্কা। তিন নম্বরে নেমে ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। ১৮ বলে ৩৭ রান করেন শ্রেয়াস। ২৩ বলে ৩০ রান করেন পন্ত।
জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৭৭ রানে থামে ইংল্যান্ড। দলের পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন বেন স্টোকস। ২৭ বলে ৪০ রান করেন জেসন রয়। এ ছাড়া শেষের দিকে আর্চারের ব্যাট থেকে আসে ১৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ২০ ওভারে ১৮৫/৮ ( রোহিত ১২, রাহুল ১৪, সূর্যকুমার ৫৭, কোহলি ১, পন্ত ৩০, শ্রেয়াস ৩৭, পান্ডিয়া ১১, শার্দুল ১০*, সুন্দর ৪, ভুবনেশ্বর ০*; রশিদ ৪-১-৩৯-১, আর্চার ৪-০-৩৩-৪, উড ৪-১-২৫-১, জর্ডান ৪-০-৪১-০, স্টোকস ৩-০-২৬-১, স্যাম কারান ১-০-১৬-১)
ইংল্যান্ড : ২০ ওভারে ১৭৭/৮ (রয় ৪০, বাটলার ৯, মালান ১৪, বেয়ারস্টো ২৫, স্টোকস ৪৬, মর্গ্যান ৪, স্যাম কারান ৩, জর্ডান ১২, আর্চার ১৮*, রশিদ ০*; ভুবনেশ্বর ৪-১-৩০-১, পান্ডিয়া ৪-০-১৬-২, শার্দুল ৪-০-৪২-৩, সুন্দর ৪-০-৫২-০, চাহার ৪-০-৩৫-২)
ফল : ভারত ৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সূর্যকুমার যাদব।